20 C
Dhaka
Thursday, December 4, 2025

গণতন্ত্র পুনরুদ্ধার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য একটি মহল সক্রিয়

আলোচিত সংবাদ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ মন্তব্য করেছেন যে, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য একটি মহল সক্রিয়। তাদের মূল লক্ষ্য হলো আগামী নির্বাচন বানচাল করা। তিনি আরও দাবি করেন, এই চক্রান্তের নেটওয়ার্কে শুধু ফ্যাসিবাদের সঙ্গে নয়, আরও ‘অন্তর্ভুক্ত শক্তি’ জড়িত আছে।

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বুধবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে জিয়াউর রহমান আর্কাইভ আয়োজিত এক প্রকাশনা ও আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  সমস্যা থাকলেও আশঙ্কা নেই

রিজভী আহমেদ বলেন, ‘পতিত সরকার’ আগামী নির্বাচন বানচালের জন্য ওত পেতে আছে এবং তাদের ষড়যন্ত্রের আওয়াজ নিয়মিত শোনা যাচ্ছে।

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বলেন, সরকারের ভেতরে দুর্বলতা বা ‘খুঁত’ আছে বলেই তারা আসল শত্রুকে চিহ্নিত না করে বিএনপির পেছনে লেগে আছে। এটি সরকারের পরিচালনার দুর্বলতাকেই নির্দেশ করে।

Facebook Comments Box

আরও পড়ুন