23 C
Dhaka
Thursday, December 4, 2025

কুষ্টিয়ায় সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

আলোচিত সংবাদ

কুষ্টিয়ার সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি রবিউল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১২ নভেম্বর ২০২৫) দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ে (সজেকা) সহকারী পরিচালক মো. বুলবুল আহমেদ বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।

আরও পড়ুনঃ  সিংগাইরে বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে দলীয় প্রার্থী পুনর্বিবেচনার দাবি

দুদক সূত্র জানায়, প্রথম মামলায় (নং ০৫) রবিউল ইসলামের বিরুদ্ধে ১ কোটি ৯১ লাখ ৬১ হাজার ২১৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ৩৭ লাখ ১ হাজার ৯৪৪ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। মামলাটি দুদক আইন, ২০০৪ সালের ২৬(২) ও ২৭(১) ধারায় দায়ের করা হয়।

দ্বিতীয় মামলায় (নং ০৬) আসামি করা হয়েছে রবিউল ইসলাম ও তার স্ত্রী মোছা. বানু ইসলামকে। অভিযোগে বলা হয়েছে, বানু ইসলাম তার নামে ১ কোটি ৪২ লাখ ৮২ হাজার ৩০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। ওই সম্পদ অর্জনে তার স্বামী রবিউল ইসলাম পদ ও প্রভাবের অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ ব্যবহার করেছেন।

আরও পড়ুনঃ  এতো মারছে যে ২ সপ্তাহ হাঁটু গেড়ে সিজদা দিতে পারি নাই: আখতার হোসেন

এই মামলাটি দুদক আইন, ২০০৪ সালের ২৭(১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারা অনুযায়ী দায়ের করা হয়েছে।

কুষ্টিয়ার দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মইনুল আহসান রওশনী বলেন, “অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং প্রাথমিক তদন্ত শেষে আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।”

Facebook Comments Box

আরও পড়ুন