বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সম্প্রতি দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষকের ড. সাকিবুল ইসলাম সহ ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক মো: শামিম হোসাইন এর নামে যৌন হয়রানির অভিযোগ দেয় দুই বিভাগের দুই নারী শিক্ষার্থী।
আজ বুধবার (১২ নভেম্বর) যৌন নিপীড়নকারী সেই শিক্ষকদের শাস্তিস্বরূপ স্থায়ী বহিষ্কারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণচূড়া রোডে মানববন্ধনের আয়োজন করে শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে মিডিয়া চত্বরে এসে মানববন্ধন শেষ করে। এ সময় শিক্ষার্থীরা মানববন্ধন থেকে ওই শিক্ষক (মো: সাকিবুল ইসলাম) কে অবাঞ্ছিত ঘোষণা করে। এসময় উপস্থিত ছিলো শতাধিক শিক্ষার্থী।
এ সময় মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, যৌন নিপীড়নকারী আমাদের শিক্ষক সাকিবুল স্যারের স্থায়ী বহিষ্কার চাই। আর তার শাস্তি না দিলে আমরা তার ক্লাস আর করব না। আমরা প্রশাসনকে হুঁশিয়ার করে দিতে চাই, মুলা ঝোলানো কমিটি আমরা আর দেখতে চাই না। আমরা সঠিক বিচার চাই।
