24 C
Dhaka
Saturday, December 6, 2025

ক্যারিয়ার সেরা ইনিংস জয়ের, শতকের অপেক্ষায় মুমিনুল

আলোচিত সংবাদ

টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটাকে সর্বোচ্চ ইনিংসে রূপান্তর করেছেন মাহমুদুল হাসান জয়। বাংলাদেশ ওপেনারের টেস্টে আগের সর্বোচ্চ ছিল ১৩৭ রান। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ১৬৯ রানে অপরাজিত আছেন তিনি। তার সঙ্গী মুমিনুল অপেক্ষায় শতক হাঁকানোর। ১২৪ বলে ৮০ রান করে দিন শেষ করেছেন তিনি। বুধবার (১২ নভেম্বর) দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৩৩৮ রান। লিড পেয়েছে ৫২ রানের।

আরও পড়ুনঃ  তিন মাস পর বাসায় ফিরেছে মাইলস্টোন ট্র্যাজেডির যমজ দুইবোন 

নিজেদের টেস্ট ইতিহাসে দ্বিতীয়বার এক ইনিংসে বাংলাদেশের প্রথম তিন ব্যাটসম্যান ফিফটি পেলেন। প্রথমবার ২০১০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে। দ্বিতীয় দিনে আইরিশ বোলারদের একমাত্র প্রাপ্তি সাদমানের উইকেট। বাঁহাতি স্পিনার হামফ্রেসের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ফিল্ড আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সাদমানকে ফেরায় আয়ারল্যান্ড।

আরও পড়ুনঃ  চাঁদপুরে দুর্বৃত্তদের গুলিতে বিক্রয় প্রতিনিধি নিহত

এর আগে, দ্বিতীয় দিনে দুর্দান্ত শুরু বাংলাদেশের বোলারদের। টাইগার বোলারদের দারুণ বোলিংয়ে মাত্র ১৪ বলে টিকতে পারে আয়ারল্যান্ড। ৮ উইকেটে ২৭০ রান নিয়ে দিন শুরু করা আয়ারল্যান্ড গুটিয়ে গেছে ২৮৬ রানে।

তাইজুলের পর উইকেট পান হাসান মাহমুদ। শেষ ব্যাটার হিসেবে ৩১ রানে আউট হয়েছেন ম্যাকার্থি। ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার মেহেদী হাসান মিরাজ। ২ উইকেট নিয়েছেন অভিষিক্ত বাঁহাতি স্পিনার হাসান মুরাদ, পেসার হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম।

আরও পড়ুনঃ  লকডাউন কর্মসূচিতে আতঙ্কিত হওয়ার কারণ নেই: ডিবি প্রধান

Facebook Comments Box

আরও পড়ুন