ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নতুন পে-স্কেলের একটি কাঠামো (ফ্রেমওয়ার্ক) দিয়ে যাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বুধবার (১২ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
অর্থ উপদেষ্টা বলেন, “আমাদের মেয়াদের মধ্যে পুরো পে-স্কেল বাস্তবায়ন সম্ভব হবে কিনা কিছুটা অনিশ্চিত। তবে আমরা একটি পূর্ণাঙ্গ ফ্রেমওয়ার্ক তৈরি করে রেখে যাবো, যা আগামী সরকার সিরিয়াসভাবে বিবেচনা করবে।”
তিনি আরও বলেন, “পে কমিশনের কাজ অত্যন্ত জটিল এবং এটি পুরোপুরি স্বাধীনভাবে কাজ করছে। সিভিল, সামরিক ও অন্যান্য খাতের তিনটি আলাদা রিপোর্ট আসবে—সেগুলো পর্যালোচনা করে সমন্বয় (রিকনসাইল) করতে সময় লাগবে।”
অর্থ উপদেষ্টা জানান, “সবচেয়ে বড় বিষয় হলো অর্থের সংস্থান। নতুন পে-স্কেল বাস্তবায়নের আগে বাজেট কাঠামো এবং অন্যান্য খাতের ব্যয়—বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা ও উন্নয়ন খাতের ভারসাম্য নিশ্চিত করতে হবে।”
সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষের বিষয়ে তিনি বলেন, “৮ বছর ধরে কিছু হয়নি, এখন আমরা উদ্যোগ নিয়েছি। তাই ক্ষোভের বদলে ধৈর্য ধরলে ভালো হবে। আগামী সরকার এটা বাস্তবায়ন করবে বলেই আশা রাখছি।”
