24 C
Dhaka
Saturday, December 6, 2025

প্রবাসী ভোটার নিবন্ধনে যেসব ডকুমেন্টস লাগবে

আলোচিত সংবাদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৮ নভেম্বর প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

এ উপলক্ষে ইসি প্রবাসীদের ভোটার নিবন্ধনের জন্য প্রয়োজনীয় দলিলাদির বিস্তারিত নির্দেশনা জানিয়ে একটি পরিপত্র জারি করেছে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খানআবি শাহানুর খান স্বাক্ষরিত এই পরিপত্রটি সোমবার প্রকাশ করা হয়।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের সুবিধায় ডিজিটাল ভেন্ডিং মেশিন চালু

পরিপত্রে বলা হয়েছে, প্রবাসীদের ভোটার নিবন্ধন ও এনআইডি প্রণয়নের জন্য অনলাইনে পূরণকৃত নিবন্ধন ফরম-২ক, অনলাইন ভেরিফাইড জন্ম নিবন্ধন সনদ, বাংলাদেশি পাসপোর্টের কপি (মেয়াদোত্তীর্ণ হলেও গ্রহণযোগ্য), বিদেশি পাসপোর্টের কপি অথবা সংশ্লিষ্ট দেশে বসবাসকারী তিনজন এনআইডিধারী বাংলাদেশির স্বাক্ষরিত নাগরিকত্ব প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

এছাড়া আবেদনকারীর মা-বাবার এনআইডির কপি, জন্ম বা মৃত্যুসনদ, ওয়ারিশ সনদ অথবা নাগরিক সনদ, এবং এক কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে।

আরও পড়ুনঃ  সাড়ে ৪ হাজার টাকায় ডাকঘরে চাকরি করেন ইমরুল কায়েস!

প্রয়োজনে শিক্ষা সনদ (এসএসসি/জেএসসি/পিইসি), নিকাহনামা ও স্বামী/স্ত্রীর এনআইডি, ইউটিলিটি বিল বা হোল্ডিং ট্যাক্স রশিদ, এবং নাগরিকত্ব সনদপত্রও জমা দিতে হতে পারে।

নির্ধারিত তারিখে আবেদনকারীকে মিশন অফিসে উপস্থিত থেকে প্রয়োজনীয় দলিলাদি জমা দিতে হবে এবং ছবি ও বায়োমেট্রিক (আঙুলের ছাপ, আইরিশ, স্বাক্ষর) প্রদান করতে হবে। প্রয়োজনে আবেদনকারীর পক্ষে দেশে অবস্থানরত প্রতিনিধি দলিলাদি সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে জমা দিতে পারবেন।

আরও পড়ুনঃ  গণতন্ত্র পুনরুদ্ধার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য একটি মহল সক্রিয়

পরিশেষে, ফরম-২কে-তে প্রদত্ত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকায় সরেজমিন তদন্ত প্রতিবেদন প্রস্তুত করবেন উপজেলা বা থানা নির্বাচন অফিসার— যা ভোটার নিবন্ধনের জন্য বাধ্যতামূলক বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন