19 C
Dhaka
Wednesday, December 3, 2025

অনুমতি ছাড়াই সিবিএ নেতা কাটলেন ৫ লাখ টাকার গাছ

আলোচিত সংবাদ

সিলেটের বিয়ানীবাজার গ্যাসফিল্ডের আবাসিক এলাকা থেকে বিনানুমতিতে দিনদুপুরে অবৈধভাবে প্রায় ৫ লাখ টাকার গাছ কেটে নিয়েছেন আব্দুর রহমান নামে আওয়ামী লীগ সমর্থিত কর্মচারী লীগের (সিবিএ) বেপরোয়া এক নেতা। আকাশি প্রজাতির ছোটো-বড়ো ২২টি গাছ কেটে অন্যত্র বিক্রি করে দিয়েছেন তিনি।

গত শুক্রবার (৭ নভেম্বর) এ ঘটনাটি ঘটলেও সিবিএ নেতা আব্দুর রহমানের তীব্র দাপটের কারণে গ্যাসফিল্ডের মুখ খুলছেন না কেউ।

জানা গেছে, বিয়ানীবাজার পৌরসভার খাসাড়িপাড়ায় অবস্থিত সিলেট গ্যাস ফিল্ডের ২নং কূপের আবাসিক এলাকা থেকে সম্প্রতি গাছগুলো কাটা হয়। অনেকটা প্রকাশ্যে গাছগুলো কেটে নিয়ে দ্রুত অন্যত্র বিক্রি করে দেন তিনি। সিবিএ আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিয়ানীবাজার গ্যাসফিল্ডের লউডিং অপারেটর আব্দুর রহমান এতে নেতৃত্ব দেন। গাছগুলো কাটার ক্ষেত্রে তিনি কারও অনুমতি নেননি বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  মঠবাড়িয়ায় ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ 

গ্যাস ফিল্ডের লউডিং অপারেটর আব্দুর রহমানের বিরুদ্ধে বিগত সময়ে আরও নানা অভিযোগ ওঠায় তাকে রশিদপুরে বদলি করা হয়েছিল। কিন্তু ক্ষমতাবান ওই সিবিএ নেতা তৎকালীন আওয়ামী লীগের দলীয় প্রভাব বিস্তার করে বদলির আদেশ পরিবর্তন করে ফের বিয়ানীবাজার গ্যাসফিল্ড-২ এ চলে আসেন। ওই সিবিএ নেতা পতিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বলে অনেকেই জানান।

আরও পড়ুনঃ  আ.লীগের ঝটিকা মিছিলে গেলে ৫ হাজার টাকা, ব্যানার ধরলে মিলছে ৮ হাজার!

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিয়ানীবাজার গ্যাস ফিল্ডের ভেতর থেকে গাছ কেটে চুরি করে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী মো. আব্দুর রহমান রুমী গিয়ে গাছগুলো উদ্ধার করেন। অনুমতি ছাড়া গাছ কেটে বিক্রির সঙ্গে স্থানীয় কর্মচারী লীগের (সিবিএ) সভাপতি প্রদীপ কুমার শর্মা ও সাধারণ সম্পাদক মো. উসমানের ছত্রছায়ায় এ ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা।

অভিযোগের বিষয়ে গ্যাসফিল্ডের লউডিং অফিসার ও সিবিএ নেতা আব্দুর রহমান কালবেলাকে বলেন, ‘আমিতো চাইলেই গাছ কেটে বিক্রি করতে পারি না। এ বিষয়ে আপনি ম্যানেজারকে জিজ্ঞেস করেন বলেই সংযোগ বিচ্ছিন্ন করে দেন।’

আরও পড়ুনঃ  পাকিস্তানের নিরাপত্তা সংকট এবং এর আঞ্চলিক অভিঘাত

এ বিষয়ে বিয়ানীবাজার গ্যাসফিল্ড-২ এর উপমহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী মো. আব্দুর রহমান রুমী কালবেলাকে বলেন, ‘আবাসিক এলাকা থেকে গাছ কাটার বিষয়ে আমি পরে জেনেছি। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গাছ কাটা বড় অপরাধ। এ বিষয়ে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই জড়িতদের ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Facebook Comments Box

আরও পড়ুন