19 C
Dhaka
Wednesday, December 3, 2025

মঠবাড়িয়ায় ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ 

আলোচিত সংবাদ

পিরোজপুরের মঠবাড়িয়ায় কৃষি মন্ত্রণালয় ও বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা প্রতিষ্ঠান বরিশালের আয়োজনে তিনদিন ব্যাপি ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১২ নভেম্বর)  মঠবাড়িয়া উপজেলা কৃষি ভবন মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচির সমাপণী অনুষ্ঠিত হয়। 

মঠবাড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা কামরুননেছা সুমীর সভাপতিত্বে সমাপনী কর্মসূচিতে বারটান, বরিশাল এর বৈজ্ঞানিক কর্মকর্তা ফারাজানা হিমি, সহকারি বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুর রাজ্জাক রতন, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা দ্বীনেশ মজুমদার, মঠবাড়িয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুজ্জামান আবীরসহ স্থানীয় কৃষি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

আরও পড়ুনঃ  বিশ্বমঞ্চে বাংলাদেশের মিথিলা | কালবেলা

তিন দিনের এ পুষ্টি বিষয়ক প্রশিক্ষণে  উপসহকারী কৃষি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষিকা, ইমাম,পুরোহিত, গণমাধ্যম কর্মীসহ প্রায় ৩০ জন অংশ নেন।

শেষে প্রশিক্ষণ প্রাপ্তদের সনদপত্র ও পুষ্টি বিষয়ক শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

 

Facebook Comments Box

আরও পড়ুন