19 C
Dhaka
Wednesday, December 3, 2025

পদ্মার এক কাতল ৫৩ হাজারে বিক্রি

আলোচিত সংবাদ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে এক জেলের জালে ১৯ কেজি ওজনের একটি বড় কাতল মাছ ধরা পড়েছে। পরে মাছটি ২৮০০ টাকা দরে ৫৩ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১২ নভেম্বর) মাছটি দৌলতদিয়া শকুর আড়তে নিয়ে এলে উন্মুক্ত নিলামে মাছটি কিনে নেয় শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাজাহান।

আরও পড়ুনঃ  ক্লাসে মোবাইল ব্যবহারে হাতিয়া দ্বীপ সরকারি কলেজের নির্দেশনা

জানা যায়, অন্যান্য দিনের মতো জেলে কৃষ্ণ হালদার তার সঙ্গীদের নিয়ে সকালে পদ্মা নদীর কলাবাগান এলাকায় উজানের ভাটিতে জাল ফেলে। এ সময় তাদের জালে বড় একটি কাতল মাছ ধরা পড়ে। পরে জেলে কৃষ্ণ হালদার মাছটি বিক্রির জন্য সকালে দৌলতদিয়া বাজারে নিয়ে আসে তখন নিলামে ২৮ শত টাকা দরে কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান।

আরও পড়ুনঃ  কলাপাড়ায় জেলের জালে ৩৭ কেজির ‘কালো পোয়া’, বিক্রি এক লাখ ১১ হাজার টাকায়

সম্রাট শাজাহান কালবেলাকে বলেন, ১৯ কেজি ওজনের কাতল মাছটি উন্মুক্ত নিলামে ৫৩ হাজার টাকা দিয়ে কিনেছি। মাছটি বিক্রির জন্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ মুঠোফোনে যোগাযোগ করা হচ্ছে। কেজি প্রতি প্রতি অল্প কিছু টাকা লাভ হলে মাছটি বিক্রি করে দেব।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, পদ্মায় পানি কমার সঙ্গে সঙ্গে জেলেদের জালে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। এতে মাছগুলো বিক্রি করে জেলেরা লাভবান হচ্ছে।

আরও পড়ুনঃ  কুড়িগ্রাম-১ আসনে আলোচনায় এনসিপি’র মাহফুজুল ইসলাম কিরন

Facebook Comments Box

আরও পড়ুন