24 C
Dhaka
Saturday, December 6, 2025

পদত্যাগ করলেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মইনুল খান

আলোচিত সংবাদ

চাকরির মেয়াদ ১০ মাস বাকি থাকতেই বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) চেয়ারম্যান মইনুল খান পদত্যাগ করেছেন। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে বিষয়টি জানা গেছে।

মইনুল খান ওমরাহ পালনের জন্য বর্তমানে সৌদি আরব রয়েছেন। এ বিষয়ে কালবেলার পক্ষ থেকে তার নম্বরে ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেছেন, অনানুষ্ঠানিকভাবে মইনুল খান আগেই জানিয়েছিলেন যে তিনি স্বেচ্ছা অবসরে যেতে চান।

আরও পড়ুনঃ  পে স্কেল বাস্তবায়ন নিয়ে অর্থ উপদেষ্টার ব্যাখ্যা

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ে করা তার পদত্যাগপত্রের আবেদনে ৩০ অক্টোবর উল্লেখ রয়েছে। আবেদনপত্রের কপি বাণিজ্য মন্ত্রণালয়ে রয়েছে।

গত ২০ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় যে সরকারি আদেশ (জিও) দিয়েছে, সে অনুযায়ী ২৬ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত তার ছুটি ২০ দিনের।

মঙ্গলবার বিটিটিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন, অফিসের সামাজিক যোগাযোগমাধ্যম গ্রুপে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। ওই গ্রুপে সহকর্মীদের কাছে সরকারি চাকরি থেকে ঐচ্ছিক অবসরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান।

আরও পড়ুনঃ  বিএনপির প্রতিটি সিদ্ধান্ত দেশের স্বার্থকে সামনে রেখে নেওয়া হয় : আইয়ুব খান

সেখানে তার চাকরিজীবনে প্রায় ৩২ বছর সরকারের বিভিন্ন পদ ও স্থানে সর্বোচ্চ পেশাদারত্বের কথা উল্লেখ করে তিনি জানান, সার্বিকভাবে তিনি নিজ যোগ্যতায় সরকারের জন‍্য সব সময় ‘ভ‍্যালু’ সংযোজন করার চেষ্টা করেছেন।

Facebook Comments Box

আরও পড়ুন