23 C
Dhaka
Thursday, December 4, 2025

নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে এনসিপির কর্মসূচি ঘোষণা

আলোচিত সংবাদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদী কর্মসূচি ঘোষণা করেছে। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল আয়োজন করা হবে।

এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এ কর্মসূচি সম্পর্কে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যরা সহ সকল ইউনিটের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। মিছিলের মাধ্যমে তারা দেশের নাগরিকদের জানাতে চায় যে, অগ্নিসন্ত্রাস এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।

আরও পড়ুনঃ  তুরস্কের সামরিক বিমান বিধ্বস্ত, ২০ আরোহীর সবার মৃত্যু

সম্ভাব্য কারণ হিসেবে বলা হচ্ছে, আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায়ের তারিখ ঘোষণা করা হবে। এ রায়ের ঘোষণা ঘিরে রাজধানী ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

এদিকে, সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা প্রতিরোধে রাজধানীসহ সারা দেশে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ঢাকা মহানগর পুলিশের নেতৃত্বে সাঁড়াশি অভিযান, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল।

আরও পড়ুনঃ  বিশ্বমঞ্চে বাংলাদেশের মিথিলা | কালবেলা

তবে গত কয়েক দিনে রাজধানীর বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে, পাশাপাশি ককটেল বিস্ফোরণের মতো ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। রাজধানীর বাইরেও বিএনপি-সহ সমর্থকরা অগ্নিকাণ্ড ও ঝটিকা মিছিলের ঘটনা করেছে।

এবারের মিছিলের মাধ্যমে এনসিপি জনগণকে জানাতে চায়, কোনোভাবেই দেশে সন্ত্রাস ও অগ্নিসন্ত্রাসকে সহ্য করা হবে না এবং শান্তিপূর্ণ প্রতিবাদে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  আ.লীগের ৪ কর্মীসহ ১৫ জন গ্রেপ্তার

Facebook Comments Box

আরও পড়ুন