নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ- ৩ ( সোনারগাঁ- সিদ্ধিরগঞ্জ ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আাজহারুল ইসলাম মান্নান এর বিরুদ্ধে বিভিন্ন ফেইসবুকে, অনলাইন মাল্টিমিডিয়া ও সংবাদমাধ্যমে মিথ্যা সংবাদ, নানা ভাবে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন সোনারগাঁও উপজেলা বিএনপি।
বুধবার (১২ নভেম্বর) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফজল হোসেন এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
তিনি জানান, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত নারায়ণগঞ্জ-০৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে প্রার্থী হিসেবে মনোনীত ঘোষণা করার পর থেকে কিছু স্বার্থবাদী মহল আমার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সম্প্রতি তারা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আমার অডিও ভয়েজ বিকৃত (ভয়েজ এডিট) করে মিথ্যা ও বানোয়াট বক্তব্য তৈরি করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে আমার দলের নেতাকর্মী ও জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করে যাচ্ছে। এসব তৈরিকৃত কাট সাট ভিডিও প্রচারের মাধ্যমে তারা আমার সঙ্গে আমার দলের অতি সম্মানিত একজন বর্ষীয়ান নেতার নাম জড়িয়ে মিথ্যা প্রচারে লিপ্ত রয়েছে যা অতীব জঘন্য অপরাধজনক বলে মনে করি।
আমি স্পষ্টভাবে জানাতে চাই এসব বক্তব্য, ভিডিও বা অডিও সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার লক্ষ্যে এই অপচেষ্টা চালানো হচ্ছে। আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করতে চক্রান্তকারীদের অপচেষ্টা মাত্র।
“আমি সকল নেতাকর্মী ও সমর্থকদের আহ্বান জানাই, এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকুন। বিএনপির প্রতিটি কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক থাকবেন, গুজব প্রতিহত করবেন এবং সত্যের পাশে দাঁড়াবেন। আমরা সকলে মিলে এই ষড়যন্ত্র মোকাবেলা পূর্বক ভোটাধিকারের লড়াইয়ে জয়ী হবো।
উপজেলা বিএনপির সভাপতি আজারুল ইসলাম মান্নান আরো বলেন, আমার বিরুদ্ধে যে অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশ করেছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। এক শ্রেণির স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, এ ধরনের মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভুক্তভোগী, পরবর্তীতে এ ধরনের অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বানও জানান, অন্যথায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
