23 C
Dhaka
Friday, December 5, 2025

প্রাতিষ্ঠানিক সুশাসন ও টেকসই উন্নয়ন অভীষ্ট বিষয়ক কর্মশালা

আলোচিত সংবাদ

মাদারীপুরে সরকারি-বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহে সুশাসনের চর্চা শক্তিশালীকরণ এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে যৌথভাবে কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকার করেছেন মাদারীপুরের সেবা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। বুধবার (১২নভেম্বর) মাদারীপুর জেলা প্রশাসন এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত দুর্নীতি বিরোধী সামাজিক সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) এর যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত টেকসই উন্নয়ন অভীষ্ট এবং প্রাতিষ্ঠানিক সুশাসন বিষয়ক কর্মশালায় অংশগ্রহণকারী প্রতিনিধিগণ এ অঙ্গীকার করেন। জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন উন্নয়ন সংস্থা এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ প্রায় শতাধিক অংশগ্রহণকারী এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  প্রবাসী ভোটার নিবন্ধনে লাগবে যেসব দলিল

কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফছানা বিলকিস এবং বিভিন্ন সেশন সঞ্চালনা করেন টিআইবি’র কো-অর্ডিনেটর মো: আতিকুর রহমান। এতে প্রাতিষ্ঠানিক সুশাসন, এর উপাদান ও বৈশিষ্ট্যসমূহ, সুশাসনের ঘাটতি দূরীকরণে করণীয়, টেকসই উন্নয়ন অভীষ্ট পরিচিতি, লক্ষ্যমাত্রা, গুরুত্ব, উপাদানসমূহ ও দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় টেকসই উন্নয়ন অভীষ্ট ১৬ এর প্রয়োগ কৌশল, বাস্তবায়নে প্রতিবন্ধকতা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারীগণ টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতের লক্ষে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করেন এবং তা পর্যায়ক্রমে বাস্তবায়নের অঙ্গীকার করেন।

আরও পড়ুনঃ  ফেসবুকে লাইভ দিয়ে ফেঁসে গেলেন যুবক

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফছানা বিলকিস বলেন, ‘প্রত্যেকটি দপ্তরকে প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করার স্বদিচ্ছা নিয়ে আন্তরিকতার সাথে সেবা প্রদান করতে হবে। প্রাতিষ্ঠানিক পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং স্বস্ব দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। তিনি এ কর্মশালায় প্রণয়নকৃত কর্মপরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নে দিক নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, জনগণ যেন ঠিকমত তথ্য পান, সেটা নিশ্চিত করতে হবে, তাহলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং আমরা টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে সক্ষম হবো।’

আরও পড়ুনঃ  খালেদা জিয়ার জা’নাজা নিয়ে যা জানা গেল

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফাতিমা আজরিন তন্বী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার, মতিউর রহমান, উপপরিচালক, পরিবার পরিকল্পনা কার্যালয়, মো: ফরিদুলইসলাম, জেলা শিক্ষা অফিসার, মো: বেনজির আহমেদ, জেলা তথ্য অফিসার, মো: হাবিবুর রহমান, উপপরিচালক, বিআরডিবি, মাদারীপুর, ক্লাস্টার কো-অর্ডিনেটর মাহান-উল-হকসহ প্রমূখ। সনাক সভাপতি খান মো. শহীদ, মাদারীপুর সকলকে ধন্যবাদ জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box

আরও পড়ুন