23 C
Dhaka
Thursday, December 4, 2025

৬০ বিজিবির অভিযানে সীমান্তে ৪ কোটি টাকার পণ্য জব্দ

আলোচিত সংবাদ

সুলতানপুর ব্যাটালিয়ান (৬০ বিজিবির) অভিযানে ৪ কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। 

বুধবার (১২ নভেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান। 

৬০ বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির টহলদল গত (৫ নভেম্বর থেকে ১২ নভেম্বর) পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া, কসবা, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ি, কসমেটিক্স, খাদ্য সামগ্রী, বাজি, চাদর ও বিভিন্ন প্রকার মাদক জদ্ধ করে।

আরও পড়ুনঃ  বিএনপির প্রতিটি সিদ্ধান্ত দেশের স্বার্থকে সামনে রেখে নেওয়া হয় : আইয়ুব খান

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্যের আগ্রাসন থেকে দেশ ও সমাজকে রক্ষা করা। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। 

Facebook Comments Box

আরও পড়ুন