19 C
Dhaka
Wednesday, December 3, 2025

টেইলরের পাশে সেলেনা | কালবেলা

আলোচিত সংবাদ

জনপ্রিয় ব্রিটিশ পপ সংগীত শিল্পী টেইলর সুইফট যেন নিজের জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায় লিখতে চলেছেন। এনএফএল তারকা ট্র্যাভিস কেলসের সঙ্গে বহু প্রতীক্ষিত বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি, আর এই মুহূর্তে কিছুই যেন তাকে থামাতে পারছে না।

আন্তর্জাতিক গণমাধ্যমের এক বিশেষ প্রতিবেদন সূত্রে জানা যায়, টেইলর ইতোমধ্যেই তার ব্রাইডাল পার্টির সদস্যদের নিশ্চিত করতে শুরু করেছেন, যেখানে রয়েছেন তার দুই প্রিয় বান্ধবী—সেলেনা গোমেজ ও গিগি হাদিদ। সম্প্রতি প্রযোজক বেনি ব্লাঙ্কোকে বিয়ে করেছেন সেলেনা, ফলে টেইলরের বিয়ের পরিকল্পনায় তিনি এখন প্রধান পরামর্শদাতা হিসেবেই যুক্ত হচ্ছেন।

আরও পড়ুনঃ  হঠাৎ করে অনেক ইসরায়েলি সেনা আত্মহননের পথ বেছে নিচ্ছেন

সূত্রের বরাতে জানা যায়, গত সপ্তাহান্তে একসঙ্গে ডিনারের সময় টেইলর গিগিকে সরাসরি তার ব্রাইডসমেইড হওয়ার প্রস্তাব দেন, আর গিগি এতে নাকি অত্যন্ত উচ্ছ্বসিত হয়েছেন। জানা গেছে, টেলরের একটি বিশেষ তালিকা রয়েছে, যেখানে তিনি নিজ হাতে প্রতিটি অতিথিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছেন—যা তার ব্যক্তিগত ও আন্তরিক স্বভাবেরই প্রতিফলন।

প্রতিবেদনে আরও বলা হয়, ‘টেইলর চান, বিয়ের প্রস্তুতি এমনভাবে হোক যাতে তার ঘনিষ্ঠজনেরা শুরু থেকেই সম্পৃক্ত থাকেন। আয়োজন, পার্টি, ট্রিপ—সব মিলিয়ে সবার জন্য এটি হয়ে উঠুক মজার ও স্মরণীয় অভিজ্ঞতা।’

আরও পড়ুনঃ  পাকিস্তানের নিরাপত্তা সংকট এবং এর আঞ্চলিক অভিঘাত

তবে যত আলোচনাই হোক, টেইলরের ব্রাইডাল পার্টিতে কিম কার্দাশিয়ানের থাকার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। কারণ, কিমের সাবেক স্বামী কানিয়ে ওয়েস্টের সঙ্গে টেইলরের পুরোনো দ্বন্দ্ব এখনো মিটেনি।

এদিকে, টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসের বিয়ের তারিখ ও স্থান এখনো চূড়ান্ত না হলেও, গুজবের বাজারে নানা সম্ভাব্য ভেন্যুর নাম ঘুরপাক খাচ্ছে। তবে একটাই বিষয় নিশ্চিত—এই বিয়ে হতে যাচ্ছে বছরের সবচেয়ে আলোচিত এক সেলিব্রিটি আয়োজন।

আরও পড়ুনঃ  একাধিক চিরকুট লিখে রাবি ছাত্রীর আত্মহত্যা, ঝুলন্ত লাশ উদ্ধার

Facebook Comments Box

আরও পড়ুন