23 C
Dhaka
Thursday, December 4, 2025

বিএনপির প্রতিটি সিদ্ধান্ত দেশের স্বার্থকে সামনে রেখে নেওয়া হয় : আইয়ুব খান

আলোচিত সংবাদ

ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান বলেছেন, দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের প্রতিটি সিদ্ধান্তই নেওয়া হয় দেশ ও দলের বৃহত্তর স্বার্থকে সামনে রেখে। দলের সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে আশুলিয়ার ডেন্ডাবর এলাকার বাগানবাড়িতে ‘৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনসচেতনতা সৃষ্টি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

আইয়ুব খান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি আদর্শভিত্তিক ও গণমানুষের সংগঠন। বড় দলের সিদ্ধান্তগুলোও বড় লক্ষ্যকে সামনে রেখে নেওয়া হয়। তাই দলের প্রতি শ্রদ্ধা, নেতৃত্বের প্রতি আস্থা এবং পরস্পরের প্রতি সম্মান বজায় রাখাই আমাদের প্রথম দায়িত্ব। দল যাকে চূড়ান্তভাবে মনোনয়ন দেবে, তার পক্ষেই জান-প্রাণ দিয়ে কাজ করতে হবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করাই এখন আমাদের অঙ্গীকার।

আরও পড়ুনঃ  বিএনপি প্রার্থী মান্নানের বিরুদ্ধে অপপ্রচারে সোনারগাঁও উপজেলা বিএনপির প্রতিবাদ

তিনি আরও বলেন, রাজনীতি শুধু বক্তব্য বা ব্যানার নয়— রাজনীতি হলো ধৈর্য, সংগঠন, বিশ্বাস ও সময়ের সঠিক ব্যবহারের শিক্ষা। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগে অনুপ্রাণিত এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। জনগণের অধিকার পুনরুদ্ধারই আমাদের চূড়ান্ত লক্ষ্য।

নেতাকর্মীদের উদ্দেশে আইয়ুব খান বলেন, আজ যদি আমরা থেমে যাই, তাহলে মাঠ ফাঁকা হয়ে যাবে, মানুষের ভরসা হারিয়ে যাবে। কিন্তু আমরা যদি ঐক্য ধরে রাখি, ৩১ দফা অন্তরে ধারণ করি, তাহলে সময় ও জনগণ— উভয়ই আমাদের পাশে থাকবে। মনে রাখবেন, ভালোবাসার দলেই থাকে বিশ্বাস, সম্মান আর আশা।

আরও পড়ুনঃ  মঠবাড়িয়ায় ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ 

সভায় উপস্থিত যুবদলের নেতারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফেরাতে যুবদল সব সময় অগ্রণী ভূমিকা পালন করবে। তারা জানান, দলীয় শৃঙ্খলা ও নেতৃত্বের প্রতি পূর্ণ আনুগত্য রেখে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে তারা।

আলোচনা সভায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্যের শেষাংশে মোহাম্মদ আইয়ুব খান বলেন, ‘আমরা জনগণের জন্য রাজনীতি করি, জনগণই আমাদের শক্তি। এই শক্তি যদি আমাদের সঙ্গে থাকে, তবে বিজয় শুধু সময়ের অপেক্ষা।’

আরও পড়ুনঃ  কাকে ছাড়া একটা দিনও থাকতে পারবে না মিমি

Facebook Comments Box

আরও পড়ুন