ফরিদপুরের সালথায় স্ত্রী নাদেরা আক্তার হত্যা মামলার আসামী স্বামী রাজু মাতুব্বর (২৮) বিষপানে আত্মহত্যা করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
আজ বুধবার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে রাজু মারা যান। তিনি উপজেলার আটঘর ইউনিয়নের পশ্চিম বিভাগদি গ্রামের মৃত জয়নাল মাতুব্বরের ছেলে এবং স্ত্রী নাদেরা হত্যা মামলার আসামী ছিলেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে রাজু বিষপান করলে পরিবারের লোকজন তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসা শেষে রাতে রাজুকে বাড়ি নিয়ে আসা হয়। বুধবার সকালে রাজু মারা যান।
নিহত রাজুর মা জাকিরন বেগম বলেন, স্ত্রীকে হত্যার পর রাজু মানসিকভাবে ভেঙে পড়েন। সেই শোকে রাজু বিষপান করে আত্মহত্যা করেছেন।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, স্ত্রী হত্যা মামলার আসামী রাজু মাতুব্বর বিষপান করে আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
