23 C
Dhaka
Thursday, December 4, 2025

ঢাকায় এসেছেন পাকিস্তানি অভিনেতা আহাদ

আলোচিত সংবাদ

পাকিস্তানি তারকাদের আনাগোনা বেড়েছে বাংলাদেশে। গত সেপ্টেম্বরে রাজধানী ঢাকায় হানিয়া আমিরের সফরের পর এবার আলোচনায় পাকিস্তানি আরেক জনপ্রিয় মুখ আহাদ রাজা মীর। পাকিস্তানের তরুণ প্রজন্মের হৃদয়জয়ী এই অভিনেতা পা রেখেছেন ঢাকায়।

বর্তমানে রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে অবস্থান করছেন আহাদ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, আহাদকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা দিয়ে হোটেলে নিয়ে যাওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  বিএনপি মানুষের ভালোবাসার দল : নুরুদ্দিন আহাম্মেদ অপু

একটি বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেই ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় এই অভিনেতা। ইতোমধ্যে আহাদের আগমনে ভক্ত-অনুরাগীরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

পাকিস্তানি টিভি নাটকের সুবাদে বাংলাদেশের দর্শকদের কাছে আহাদ রাজা মীর বেশ পরিচিত। বিশেষ করে তার অভিনীত ব্লকবাস্টার সিরিয়াল ‘এহদ-এ-ওয়াফা’-এর জন্য তিনি এ দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।

উল্লেখ্য, ২০১৭ সালে রোমান্টিক ড্রামা ‘ইয়াকিন কা সফর’-এ অভিনয় করে তিনি বিপুল পরিচিতি পান। এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেতা হিসেবে একটি লাক্স স্টাইল অ্যাওয়ার্ডও জিতেছিলেন।

আরও পড়ুনঃ  ৩ মাস ধরে ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সের পানির প্লান্টটি অচল

তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে : ‘আঙ্গান’, ‘ইয়ে দিল মেরা’ এবং সাম্প্রতিক হিট ড্রামা ‘মীম সে মহব্বত’। এছাড়া ‘ধূপ কি দিওয়ার’ নামের একটি ওয়েব সিরিজেও তিনি কাজ করেছেন।

Facebook Comments Box

আরও পড়ুন