20 C
Dhaka
Thursday, December 4, 2025

পায়রা নদীতে ধরা পড়ল ১৮ কেজির বিশাল পাঙ্গাশ

আলোচিত সংবাদ

পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা নদীতে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের এক বিশাল পাঙ্গাশ মাছ।

বুধবার (১২ নভেম্বর) সকালে পাঙ্গাশিয়া ইউনিয়ন সংলগ্ন নদী থেকে স্থানীয় জেলে জাহাঙ্গীর প্যাদার জালে মাছটি ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইলিশ ধরার জালে অপ্রত্যাশিতভাবে ধরা পড়ে বড়োসড়ো এই পাঙ্গাশটি। সাধারণত এই অঞ্চলে এত বড় পাঙ্গাশ খুব একটা দেখা যায় না।

আরও পড়ুনঃ  যক্ষ্মা রোগী বেড়েছে

মাছটি দেখতে নদীর তীরে ভিড় জমায় উৎসুক জনতা। পরে আল মদিনা সুপার মার্কেট এলাকায় বিক্রির জন্য আনা হলে স্থানীয় ক্রেতারা ৮৫০ টাকা কেজি দরে মোট ১৫ হাজার ৩০০ টাকায় মাছটি কিনে নেন। এরপর ক্রেতারা নিজেদের মধ্যে ভাগ করে নেন মাছটি।

জেলে জাহাঙ্গীর প্যাদা বলেন, শীতের শুরুতে মাঝে মাঝে পাঙ্গাশ ধরা পড়ে, তবে এবার এত বড় মাছ পেয়ে খুব খুশি হয়েছি। এত বড় পাঙ্গাস আগে কখনো জালে পড়েনি।

আরও পড়ুনঃ  ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ১১৩৯

স্থানীয়দের মতে, নদীর পানিতে সাম্প্রতিক সময় মাছের প্রাচুর্য বাড়লেও এত ওজনের পাঙ্গাশ দেখা এক বিরল ঘটনা।

Facebook Comments Box

আরও পড়ুন