পটুয়াখালীর কলাপাড়ায় এক জেলের জালে ধরা পড়েছে ৩৭ কেজি ওজনের বিরল সামুদ্রিক মাছ ‘কালো পোয়া’। স্থানীয়ভাবে মাছটি ‘দাঁতিনা’ বা ‘ব্ল্যাক ডায়মন্ড’ নামেও পরিচিত।
আজ বুধবার (১২ নভেম্বর) মহিপুর মৎস্য বন্দরের মনোয়ারা ফিশ আড়তে মাছটি বিক্রির জন্য আনা হলে তা দেখতে ভিড় করেন উৎসুক মানুষজন। জেলেরা জানান, সচরাচর এ ধরনের মাছ তাদের জালে ধরা পড়ে না।
জানা গেছে, ‘এফবি আল্লাহর দান’ ট্রলারের মাঝি তরিকুল বড়শি দিয়ে মাছটি শিকার করেন। মাছটির ওজন ৩৭ কেজি এবং এটি এক লাখ ১১ হাজার টাকায় বিক্রি হয়েছে।
মৎস্য ব্যবসায়ী সগির আকন বলেন, “এই মাছ সচরাচর পাওয়া যায় না। তাই সকাল থেকেই বন্দরে এসেছি। শুনেছি মাছটির দাম এক লাখ টাকার বেশি—এটা সত্যিই অবাক করার মতো।”
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “মৎস্য বন্দরের এক জেলে ৩৭ কেজি ওজনের একটি দাঁতিনা বা কালো পোয়া পেয়েছেন—এটি অত্যন্ত সুসংবাদ। এ ধরনের মাছ সচরাচর পাওয়া যায় না।”
তিনি আরও বলেন, “সরকারের মাছ ধরার নিষেধাজ্ঞা মানার সুফল এখন জেলেরা পাচ্ছেন।”
উল্লেখ্য, চলতি বছর কলাপাড়ার আলীপুর ও মহিপুর মৎস্য বন্দরে এ প্রজাতির আরও কয়েকটি মাছ বিক্রি হয়েছে, যা উপকূলীয় অর্থনীতির জন্য ইতিবাচক খবর।
